পানিপথের যুদ্ধ

ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্হানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংঘঠিত হয়েচিল যে যুদ্ধগুলি ইতিহাসে "পানিপথ যুদ্ধ" নামে পরিচিত ।
পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬) হয়েচিল মুঘলসম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহীম লোদির সংঘে , ফলাফল মুঘল বিজয় ।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬) হয়েছিল মুঘলসম্রাট আকবর-এর সংঘে সম্রাট হেম চন্দ্র বিক্রমাধিত্য (হেমু)-র , ফলাফল মুঘল বিজয় ।
 পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) হয়েচিল দুরানি সম্রীজ্য ওমারাঠা সাম্রাজ্যদ্বয়ের মধ্যে , ফলাফল দুরানি বিজয় ।