তক্ষশিলার যুদ্ধ

খ্রিস্ট পূর্ব ৩৩১ অব্দ, Macedonia-র রাজপুত Alexander পার্সিয়ান সম্রাজ্য [Persian Empire] আক্রমন করেন । "Battle of Gawgamela" ইতিহাসে Greco-Persian যুদ্ধগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ।Alexander এই যুদ্ধে Persian Emperor "Darius The Great"-কে পরাজিত করে সমগ্র পার্সিয়ান সম্রাজ্য দখল করে এবং নিজ নামের শেষে "The Great" উপাধি লাভ করেন । পরে ইরাক [Babilonia] অতিক্রম করে আফগানিস্তান [Vactria] পর্যন্ত বিজয়ের পর ভারতবর্ষ [India] আক্রমনের পরিকল্পনা করেন ।খ্রিস্ট পূর্ব ৩২৬ অব্দ, তত্কালীন ভারতবর্ষ ১৬ টি স্বাধীন রাজ্যে বিভক্ত চিল । তার মধ্যে Jhelum নদীর তীরবর্তী King Porus শাশিত "Hindu Paurava Kingdom" ঐতিহাশিকভাবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঞ্চল যাহা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব নামে পরিচিত ।

Battle of Hydaspes - Alexander The Great in India.



Alaxender সর্বপ্রথম আক্রমণ করেন সিন্ধু নদ / Sindhu [Indus River] এবং Jhelum [Hydaspes River] নদীর মধ্যবর্তী অঞ্চল তক্ষশিলা / Taksashila [Taxila], বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের একটি জায়গা যাহা তৎকালে পাঞ্জাবের রাজধানী চিল ।সে টাক্সিলার রাজা আম্বিক-কে সহজেই পরাজিত করেন এবং ইন্ডিয়া আক্রমনের উদ্দেশ্যে Jhelum [Hydaspes] নদী পার হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন । King Porus এর সঙ্গে Alexander the Great-এর এই যুদ্ধ চিল ভারতবর্ষীয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ । এর ঐতিহাসিক নাম "Battle of Hydaspes" ।যুদ্ধে Alexander সর্বশক্তি দিয়ে এমন বিজয় লাভ করেন যে ৫ বত্সর ধরে ক্রমাগ্রসরমান সেনাদল পরেরদিন সামনে অগ্রসর হবার ক্ষমতা হারিয়ে ফেলে এবং ৩ লক্ষ ইন্ডিয়ান সেনাদলকে সামনে দেখে ব্যাবিলন-এ ফিরে যান। অবশেষে এই মহান যোদ্ধা কিছুদিন পরে ২৬ বছর বয়সে ব্যাবিলনেই মৃত্যু বরণ করেন। আর ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হলো মহামতি আলেক্জান্দার-এর
৬ বছরের  সম্রাজ্য বিস্তারের কাহিনী ।

Full documentary video - Analysis of the Battle of Hydaspes.